দুর্গাপুরে রহস্যজনক ঘটনা, সরকারী দুটি স্কুলে দুষ্কৃতি হানা
আমার কথা, দুর্গাপুর, ২১ ডিসেম্বর:
দুর্গাপুর তারকনাথ উচ্চবিদ্যালয় ও রাইরানী দেবী গার্লস হাই স্কুল। স্কুল দুটি খুবই পাশাপাশি আর এই দুটি স্কুলেই আজ বৃহস্পতিবার ঘটে গেল এক আশ্চর্যজনক রহস্যময় ঘটনা। সকাল হতেই দেখা গেল স্কুলের মূল ফটক থেকে শুরু করে প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙ্গা। শুধু তাই নয় স্কুলের আলমারীগুলিরও তালা ভাঙ্গা হয়েছে যা দেখে আপাত দৃষ্টিতে মনে হবে চোর ঢুকেছিল চুরি করতে। কিন্তু স্কুল সুত্রে জানা গিয়েছে, না কোনো টাকা পয়সা আর না কোনো নথিপত্র না কোনো জিনিসপত্র, কিছুই সেভাবে চুরি যায়নি। আর এখানেই উঠছে প্রশ্ন। তাহলে কারা ঢুকেছিল স্কুলে আর কিই বা ছিল উদ্দেশ্য?
রাইরানী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপাশা নায়েক বলেন, এই ঘটনায় তারা বেশ ভীত। স্কুলে কিছু চুরি যায়নি, কিন্তু স্কুলে এই ভাবে দুষ্কৃতি তান্ডব কেন হল বোঝা যাচ্ছে না। যেভাবে নটি আলমারীর লক ভাঙ্গা হয়েছে তা বেশ সময় নিয়েই করা হয়েছে বোঝা গেছেম আলমারীতে টাকাও ছিলো অথচ সেই টাকাতে হাতও দেয়নি চোরেরা। তাহলে কি উদ্দেশ্যে স্কুলে ওই হানা?
অন্যদিকে তারকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিষ মুখার্জি জানান, আমাদের স্কুলে মাঝে মধ্যে যে চোরের উপদ্রব হয় না তা কিন্তু নয়। কিন্তু সেগুলো খুবই ছোটখাটো চুরি। কিন্তু আজকের এই ঘটনায় কোনো কিছু চুরি না হলেও এভাবে দুষ্কৃতি তান্ডবে বেশ ভাবাচ্ছে বিষয়টি৷
বিষয়টি নজরে আসতে খবর দেওয়া হয় পুলিশকে। কোকওভেন থানার পুলিশ স্কুল দুটিতে গিয়ে সব খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।