দুর্গাপুরে প্রথমবার হতে চলেছে জাতীয় যোগাসন প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ২২ ডিসেম্বর:
সংবাদদাতা- প্রণয় রায়
এই প্রথম দুর্গাপুর তথা পশ্চিমবাংলায় আয়োজিত হতে চলেছে জাতীয় যোগাসন প্রতিযোগিতা। যোগাসনের ৪২তম এই জাতীয় স্তরের প্রতিযোগিতাটি ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত্য অনুষ্ঠিত হতে চলেছে।
এই প্রতিযোগিতায় ভারতবর্ষের ২৫ টি রাজ্য থেকে প্রায় ৭০০ জনেরও বেশি পুরুষ ও মহিলা অংশ নেবেন। অফিসিয়াল হিসেবে থাকবেন প্রায় একশো জন কর্মকর্তা। সিধু কানু স্টেডিয়ামে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জাতীয় যোগাসন চ্যাম্পিয়ন ২০২৩-২৪ এর মিট ডাইরেক্টর সীমা চ্যাটার্জী এক প্রেস মিটে উদ্যোক্তাদের পক্ষ থেকে সাংবাদিকদের এ কথা জানালেন। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এডিডিএ এর ভাইস চেয়ারম্যান ও এই চাম্পিয়নশীপের পেট্রন কবি দত্ত, ইন্ডিয়ান যোগা ফেডারেশনের কোষাধ্যক্ষ
মৃন্ময় সাহা সহ এই চাম্পিয়নশীপের অর্গানাইজিং সেক্রেটারি সুপ্রিয়ো গাঙ্গুলী, সুব্রত রায়, কোষাধ্যক্ষ
তরুণ মুখোপাধ্যায় সহ অন্যান্য কর্মকর্তারা।
সীমা দত্ত চ্যাটার্জি আরও বলেন এই জাতীয় যোগাসন প্রতিযোগিতার বাজেট হিসেবে ধার্য করা হয়েছে ১৫ লক্ষ টাকা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ইন্ডিয়ান যোগা ফেডারেশনের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে।
আগামী ২৭ ডিসেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে সিধু কানু স্টেডিয়াম পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবে, সঙ্গে থাকবে প্রতিযোগী রাজ্যগুলোর প্রতিযোগীরা।
ইন্ডিয়ান যোগা ফেডারেশনের কোষাধ্যক্ষ মৃন্ময় সাহা বলেন পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান ছাড়াও ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি বিভাগের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে ।
এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের আটটি করে বিভাগ থাকবে এবং
আট বছর বয়স থেকে ৬০ বছর বয়সী ও তার উর্ধ বয়সীরা ও এই প্রতিযোগিতায় অংশ নেবেন।