ফের সাইবার ক্রাইম দুর্গাপুরে, লক্ষাধিক টাকা খোয়ালেন যুবক
আমার কথা, দুর্গাপুর, ২৩ ডিসেম্বর:
ফেসবুক বা হোয়াটস এ্যাপে মেসেজ পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। তবুও সেই ফাঁদে পড়ে নিজেদের সঞ্চিত অর্থ খোয়াচ্ছেন সাধারন মানুষ। এবার সাইবার প্রতারনার কবলে পড়ে লাখ টাকা খোয়ালেন দুর্গাপুরের যুবক। পুলিশের সাইবার বিভাগের দ্বারস্থ হয়েছেন সুকান্ত পল্লীর বাসিন্দা সোমনাথ দাস। দিন কয়েক আগে টেলিগ্রাম নামক এক এ্যাপে একটি লিঙ্ক পান যে সেখানে রেটিং করতে পারলে হাজার টাকা পাবেন। তিনি এই ফাঁদে পা দেন এবং প্রাথমিক ভাবে হাজার টাকা পান। এরপর বার দুয়েক তাঁকে রেটিং বাড়ানোর কথা বলে কয়েক হাজার টাকা জমা নিয়ে নেয় প্রতারক রা। এরপরই জ্যাকপট লাগার প্রলোভন দিয়ে তাঁকে ১লক্ষ ৫৬ হাজার টাকা জমা করতে বলা হয়, তাহলে তিনি ৮ লক্ষ টাকা পাবেন। বন্ধুর কাছে ধার নিয়ে সেই টাকা জমা করার পর তাঁকে জানানো হয় যে তাঁর প্রিমিয়াম জ্যাকপট লেগেছে, ৫০ লক্ষ টাকা জমা দিলে তিনি প্রায় ৮০ লাখ টাকা পাবেন। কিন্তু এত টাকা তিনি জমা দিতে অক্ষম জানানোর পর থেকে প্রতারকদের আর কোন সাড়া পাচ্ছেন না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে কয়েক লাখ টাকা খুইয়ে তিনি অবশেষে নিউ টাউনশিপ থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিয দায়ের করেছেন। তিনি নিজের ব্যাঙ্কের আধিকারিক কেও প্রতারিত হওয়ার বিষয়টি জানিয়েছেন।
২৪ নং ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা সোমনাথ দাস একটি বেসরকারী সংস্থায় কর্মরত। প্রলোভনে পা দিয়ে সর্বস্ব খুইয়ে আপাতত পুলিশের দ্বারস্থ হয়ে টাকা ফেরৎ পাওয়ার আর্জি জানিয়েছেন তিনি।