রাস্তার উপর মজুত নির্মান সামগ্রী, দুদিনে দুর্ঘটনার শিকার ১৩ জন
আমার কথা, লাউদোহা, ২৬ ডিসেম্বর:
রাস্তার উপর মজুত করা নির্মাণ সামগ্রীর কারণে উখড়া মাধাইগঞ্জ রোডের লাউদোহা থানা সংলগ্ন রাস্তায় ঘটছে দুর্ঘটনা। গত দু’দিনে দুর্ঘটনার শিকার হয়েছেন কমপক্ষে ১৩ জন ব্যক্তি। রাস্তা থেকে নির্মাণ সামগ্রী সরানোর দাবিতে সরব হন স্থানীয়রা।
উখড়া-মাধাইগঞ্জ রোডের লাউদোহা থেকে উখড়া পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছে রাজ্য সরকারের পূর্তদপ্তর। কাজটির বরাত পেয়েছে একটি বেসরকারি ঠিকাদার সংস্থা। সম্প্রতি মেরামতের কাজের জন্য ওই সংস্থাটি রাস্তার উপর বিভিন্ন জায়গায় নির্মাণ সামগ্রী মজুত করে রেখেছে। যার ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। লাউদোহা থানা সংলগ্ন রাস্তার ওপরও একইভাবে নির্মাণ সামগ্রী মজুত করা রয়েছে। যার ফলে গত দু-তিন দিনে সেখানে ঘটেছে একাধিক দুর্ঘটনা। আহত হয়েছে কম বেশি ১০-১২ জন। আহতের তালিকায় লাউদোহার বাসিন্দা রাজা মুখার্জি, শেখ মুজিবুল সহ রয়েছে আরও অনেকে। সোমবার রাত্রিবেলায় বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মজুত নির্মাণ সামগ্রীর কারণে বাইক থেকে পড়ে যান শেখ মুজিবুল। চিকিৎসার জন্য গতকাল রাতেই তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে ওই হাসপাতালে আইসিইউ কেবিনে চিকিৎসা চলছে তার। আজ মঙ্গলবার আহত শেখ মুজিবুল এর এক আত্মীয় লাউদোহা থানাতে এই বিষয়ে অভিযোগ জানান। স্থানীয় বাসিন্দা সন্তোষ দেওয়াসি বলেন রাস্তার উপর নির্মাণ সামগ্রী মজুত করা রয়েছে, যার ফলে রাস্তাটি সংকীর্ণ হয়েছে। সংকীর্ণ অংশও নির্মাণ সামগ্রী ছড়িয়ে রয়েছে যার ফলে আসা-যাওয়ার পথে ওই জায়গায় অনেকেই বাইক থেকে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
দ্রুত রাস্তা থেকে মজুত নির্মাণ সামগ্রী সরানো ও আহতদের চিকিৎসার খরচ বরাত পাওয়া ঠিকাদার সংস্থাকে দিতে হবে এই দাবিতে সরব হয়েছেন আহত ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।
তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন রাস্তার উপর নির্মাণ সামগ্রী মজুত করে রাখাটা বেআইনি। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় রাজু মন্ডল নামে এক ব্যক্তি রাস্তাটি সংস্কারের বরাত পেয়েছেন । বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ার জন্য ওই ব্যক্তিকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। অভিযোগের ভিত্তিতে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী পরে লাউদোহা থানা থেকে পদক্ষেপ নিয়ে রাস্তা থেকে ওই নির্মান সামগ্রী সরিয়ে দেওয়া হয় বলে থানা সুত্রে খবর।