আধার কার্ডের কাজের জন্য টাকা চেয়ে বিপাকে, পাঁচিল টপকে বাঁচলেন আধিকারিক
আমার কথা, কাঁকসা, ২৮ ডিসেম্বর:
আধার কার্ড সংশোধন করতে বা তৈরি করতে গেলে দিতে হবে ৩০০ টাকা। নচেৎ আধার কার্ড তৈরি করা হবে না। এমনই অলিখিত নির্দেশ দিয়েছেন পানাগড় ভারত সঞ্চার নিগম লিমিটেড অফিসের আধার কার্ড তৈরির একটি বেসরকারি সংস্থার আধিকারিকরা বলে অভিযোগ।
আধার কার্ড তৈরির জন্য অতিরিক্ত টাকা চাওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় পানাগরের দার্জিলিং মোড় সংলগ্ন বিএসএনএল এর কার্যালয়ের ভিতরে।
বৃহস্পতিবার সকালে এলাকার বহু মানুষ আধার কার্ড সংশোধন ও তৈরি করতে এসে তাদের কাছে ৩০০ টাকা চাওয়ায়।
ক্ষুব্ধ জনতা মারমুখী হয়ে ওঠে।
জনতার হাত থেকে বাঁচতে পাঁচিল টপকে এলাকার এক ব্যক্তির বাড়িতে গিয়ে আশ্রয় নেন বেসরকারি সংস্থার এক আধিকারিক।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা
থানার পুলিশ ওই আধিকারিককে উদ্ধার করে ফের দপ্তরে নিয়ে আসে।
কাঁকসা থানার পুলিশের আধিকারিকরা নির্দেশ দেন অতিরিক্ত পরিমাণে টাকা নেওয়া যাবে না।
আধিকারিকরা পুলিশের কথা মেনে পুনরায় আধার কার্ড তৈরির কাজ শুরু করে। বারবার পানাগড় বিএসএনএল দপ্তরে এই ঘটনা ঘটার কারণে বৃহস্পতিবার দুপুর থেকে দপ্তরের সামনে দুই জন সিভিক পুলিশকে মোতায়েন করেছে থানার পুলিশ।