দুর্গাপুরে আয়োজিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম পশ্চিমবঙ্গ’
আমার কথা, দুর্গাপুর, ২৯ ডিসেম্বর:
সংবাদদাতা : প্রণয় রায়
খুব জমে উঠেছিল ২৭ থেকে ২৯ ডিসেম্বর, ২০২৩
সিধু কানু ইনডোর স্টেডিয়ামে তিনদিন ব্যাপী
আয়োজিত ৪২ তম জাতীয় যোগাসন চাম্পিয়নশীপ। চৌদ্দটি রাজ্য থেকে প্রায় সাড়ে ছয়শো প্রতিযোগী মোট ষোলটি গ্রুপে এই প্রতিযোগিতায় অংশ নেয়।প্রতিযোগিতার সমাপ্তি দিবসে আলাপ হল ত্রিপুরা থেকে আসা নেয়, দেবার্পন কুন্ডু, জুনিয়র গ্রুপ ন্যাশানাল স্কুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী, দেবান্তর ভদ্র, সাব জুনিয়র বয়েজ গ্রুপের তন্ময় সরকার , উমিত সি ও অভিভাবিকা বন্দনা পাল, কোচ শান্তনু দাস, দীপঙ্কর ভৌমিক কোচ সোমা দাসের সঙ্গে। ওরা সবাই বললেন দুর্গাপুরে এই প্রতিযোগিতায় আসতে পেরে তারা খুব আনন্দিত। আলাপ হল মধ্যপ্রদেশ থেকে আসা রোশনী মানঝি ও বরখা মামভেব এর সঙ্গে। দুজনেই নিজ নিজ বিভাগে স্বর্ণ পদক লাভ করেছে। দুজনই এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হতে পেরে খুব আনন্দিত। ওরা জানাল দুর্গাপুর ওদের খুব ভালো লেগেছে। নদীয়ার মেয়ে প্রণতি বর্মন জানালো সে গত ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়ন শিপে স্বর্ণপদক লাভ করেছিল এবারও সাফল্য লাভের আশা করে। দক্ষিণ কলকাতার প্রিয় জানালো যোগাসন তার জীবনের প্রথম ভালোবাসা। সে আরো অনেক এগোতে চায়।
সমাপ্তি দিবসে সিনিয়র প্রতিযোগীদের প্রতিযোগিতা খুব জমে উঠেছিল। সিধু কানু ইনডোর স্টেডিয়ামের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা জানালো দুর্গাপুর তাদের খুব ভালো লেগেছে। দিল্লির ছেলে মেয়েরা জানালো তারা বেশ কিছু বিভাগে বিজয়ী হয়েছে। মধ্যপ্রদেশ কম যায় না। সব মিলিয়ে তিন দিন ধরে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। খুব হাসিখুশী দেখলাম তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের প্রতিযোগীদের। আর গোটা স্টেডিয়াম জুড়ে একেকটা বিভাগের প্রতিযোগিতা শেষ হচ্ছিল আর পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা সমস্বরে বলছিল জিতবে জিতবে পশ্চিমবঙ্গ জিতবে।
এদিন দশ বছর বয়স থেকে ত্রিশ বছর বয়স অবধি চারটি গ্রুপের চাম্পিয়নদের নিয়ে চাম্পিয়নস ও চাম্পিয়নস প্রতিযোগিতা হয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার প্রতিযোগীদের মধ্যে।
মেয়েদের মধ্যে চাম্পিয়নস অফ চাম্পিয়ন হয় পশ্চিমবঙ্গের প্রিয়ম ভৌমিক ও মেয়েদের মধ্যে জয়ী প্রণতি বর্মন। প্রিয়ম দক্ষিন কলকাতার ছেলে ও প্রণতি নদীয়ার মেয়ে।
টীম চাম্পিয়ন হয় পশ্চিম বঙ্গ। রানার্স আপ হয় ত্রিপুরা।
সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র ও বিধায়ক ও পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের মূখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহাকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জী, যোগা ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ পুরোহিত, মিশ্র ইস্পাত কারখানার প্রাক্তন চিফ অফ কমিউনিকেশন কমলেন্দু মিশ্র সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। মিট ডাইরেক্টর সীমা দত্ত চ্যাটার্জী ও জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি সুপ্রিয় গাঙ্গুলী ও সুব্রত রায় জানান সবার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় ৪২ তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ সফল করা সম্ভব হলো। তরুণ মুখার্জি জানান আগামী দিনে পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার এসোসিয়েশন খেলাধুলার প্রসারে আরো বৃহত্তর পদক্ষেপ নেবে। আগামী বছর ত্রিপুরায় ৪৩তম ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।