বেআইনিভাবে পুকুর ভরাটকে কেন্দ্র করে অশান্তি
আমার কথা, কাঁকসা, ৩১ ডিসেম্বর:
পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা চড়ালো পানাগড় বাজারের রাইস মিল রোড সংলগ্ন এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।
রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পানাগড় বাজারের রাইসমিল রোডে বেআইনিভাবে ট্রাক্টরে করে একটি পুকুরে মাটি ভরাটের কাজ করছিলো ওই পুকুরের মালিক।
স্থানীয়রা দেখতে পেয়ে মাটি ভরাটের কাজ আটকাতে গেলে পুকুর মালিকের সাথে স্থানীয়দের বচসা শুরু হয়ে যায়।
এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
কাঁকসা থানার পুলিশ ট্রাক্টর সহ ৩জনকে আটক করে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক।
উপপ্রধান জানিয়েছেন ওই পুকুরের ৩জন মালিক রয়েছে।
সকল মালিককে না জানিয়ে দুর্গা প্রসাদ নামের ব্যক্তি বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ করছিল।
পুলিশ ৩জনকে তুলে নিয়ে যায়। এর আগেও মাটি ভরাটের কাজ করার সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য বারণ করতে গেলে তার কথা শোনেনি ওই ব্যক্তি।
কাঁকসা থানায় এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন।
প্রশাসন প্রশাসনের মত কাজ করবে বলে জানিয়েছেন তিনি।