চারদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দুর্গাপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯জুনঃ
একদিকে যখন দুর্গাপুর মহকুমা প্রশাসনের দফতরে ক্রমশই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, সেখানে কিছুটা হলেও স্বস্তি মিলল যখন খবর এলো গত ২৬জুন মহকুমা প্রশাসনের প্রথম যে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় সুব্বা করোনায় আক্রান্ত হয়ে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তিনি আজ সম্পূর্ন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে তিনি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাতকারে সঞ্জয়বাবু বলেন ওই হাসপাতালের পরিষেবা সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা নিয়ে ভূয়সী প্রশ্নগসা করেন। সাথে তিনি দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে জানান যে, সাধারন মানুষের স্বার্থে বিভিন্ন জায়গায় মহকুমা প্রশাসনের কর্মী ও আধিকারিকদের বিভিন্ন জায়গায় কাজে যেতে হয়। সেকমই কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমে করোনা নিয়ে তিনি ভীত হয়ে পরলেও পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি বুঝতে পারেন যে, করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বরং চিকিৎসকদের সাথে সহযোগিতা করলে সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব। তাই ভয় না পেয়ে বরং মনের জোর নিয়ে করোনার মোকাবিলা করা উচিত, এই আর্জিই রাখেন ওই ডেপুটি ম্যাজিস্ট্রট।
প্রসঙ্গতঃ চার পাঁচদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জয়বাবু। তাতে সন্দেহ হওয়ায় তাঁকে গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫জুন দুর্গাপুরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর তাঁর লালারস পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে মলানদিঘির করোনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল চিকিৎসার জন্য।