কলেজে ভর্তির নামে কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
আমার কথা, কাঁকসা, ৪ জানুয়ারি:
কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিপুল পরিমাণে টাকার প্রতারণার হদিস পেলো কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম বিনোদ সিং। তার বাড়ি ঝাড়খণ্ডে। ধৃত ব্যক্তি কাঁকসার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য ভর্তি করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেয় পড়ুয়াদের অবিভাবিকদের কাছ থেকে।
নির্ধারিত সময়ে ভর্তি হতে এসে তারা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ২৫শে ডিসেম্বর
কাঁকসা থানার পুলিশ ওই ব্যক্তির সন্ধান পেয়ে তাকে ঝাড়খণ্ড থেকে তুলে নিয়ে আসে।
ওই ব্যক্তি অন্য একটি ঘটনায় ঝাড়খণ্ডে জেলে সাজা কাটছিলেন।
ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য কাঁকসা থানায় আনার পর তাকে গত ২৬শে ডিসেম্বর দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ৭দিনের পুলিশ হেফাজত নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই টাকা নেওয়ার কথা স্বীকার করে ওই ব্যক্তি।
পুলিশের জেরায় ওই ব্যক্তি জানিয়েছে শুধু কাঁকসার ওই বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নয় আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য ভর্তি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি।
যার পরিমান এখনো পর্যন্ত প্রায় ১কোটি ৬০ লক্ষ টাকারও বেশি দাঁড়িয়েছে।
প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার সন্ধান চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।
ধৃতকে জানুয়ারি মাসের ২তারিখে ফের মহকুমা আদালতে পেশ করে আরও ৫দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।