স্টেশনে নামের ডিসপ্লে বোর্ডে নেই বাংলার ব্যবহার, প্রতিবাদে “বাংলা পক্ষ”
আমার কথা, আসানসোল, ৫ জানুয়ারি:
আসানসোল স্টেশনের ডিসপ্লে বোর্ডে অন্যান্য ভাষার ব্যবহার থাকলেও বাংলার ব্যবহার নেই। বাংলার মাটিতে বাংলা ভাষাকেই উপেক্ষার মাধ্যমে বাংলা তথা বাঙালিকে অবমাননার অভিযোগ তুলে এদিন বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আসানসোল স্টেশন যাওয়ার ডাক দেওয়া হয়। পূর্ব ঘোষণা মত এদিন বাংলা পক্ষের সদস্যরা আসানসোল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর আসানসোলের ডিআরএম দফতরে এসে ডিআরএম এর হাতে ডিসপ্লেগুলিতে বাংলা ভাষার দাবিতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় বাংলা পক্ষের তরফে। তারা বলেন রেলের পক্ষ থেকে বারবার বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে। এর আগে ২০১৯ এ তারা আন্দোলন করার পরে রেল বাংলা ভাষার ব্যবহার করতে বাধ্য হয়েছিল। বর্তমানে নতুন করে রেলের ডিসপ্লে বোর্ডগুলি থেকে বাংলা ভাষা উধাও হয়ে গিয়েছে। তাই তারা আবার আন্দোলনে নেমেছেন।