বিজেপির দলীয় কার্যালয় দখল! অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
আমার কথা, অন্ডাল, ৫ জানুয়ারি:
ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উখড়ার চনচনি কোলিয়ারি এলাকার ঘটনা। অভিযোগের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাসকদলের কাছ থেকে।
ইসিএল এর বাংকোলা এরিয়ার চনচনি কোলিয়ারি এলাকায় সম্প্রতি বিজেপি দলে যোগদান করেছেন ভগবান সিং নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি আগে শ্রমিক সংগঠন এইচ এম এস এর সাথে যুক্ত ছিলেন। তিনি বিজেপিতে যোগদান করার পর এইচএমএস এর কার্যালয়-টি বিজেপিকে ছেড়ে দেন। তিন চার দিন আগে কার্যালয় টিতে রং করে বিজেপি কার্যালয় লেখা হয়। লাগানো হয় দলীয় পতাকা। আজ শুক্রবার দুপুরে বিজেপি কার্যালয় লেখাটি চুন দিয়ে মুছে দিয়ে বিজেপির পতাকার জায়গায় তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। সেই সাথে কার্যালয়ের সদর দরজায় নতুন একটি তালাও লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কার্যালয়েটি দখল করেছে বলে অভিযোগ করেন বিজেপির জেলা কমিটির সদস্য ছোটন চক্রবর্তী। তিনি জানান আজ বেলা বারোটা নাগাদ ওই কার্যালয়ে একটি দলীয় কর্মসূচি ছিল। অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কার্যালয় থেকে ওই সময় অক্ষত দান করা হয়। কর্মসূচি শেষে কার্যালয়ে তালা দিয়ে কর্মীরা বাড়ি ফিরে যান। দুপুরে কার্যালয়টি খুলতে এসে দেখা যায় বিজেপি কার্যালয় লেখাটি মুছে দেওয়া হয়েছে, বিজেপির পতাকার জায়গায় লাগানো রয়েছে তৃণমূলের দলীয় পতাকা। কার্যালয়ের দরজায় লাগিয়ে দেওয়া হয়েছে নতুন একটি তালা। তৃণমূলের লোকজনেরাই এই কাজ করেছে বলে অভিযোগ করেন ছোটন বাবু। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হবে বলে জানান তিনি।
অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কার্যালয় দখলের ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা।