বদলি হওয়া শ্রমিকদের ঢুকতে বাধা, ডিপিএল কারখানার গেটে উত্তেজনা
আমার কথা, দুর্গাপুর, ৬ জানুয়ারি:
বদলি হওয়া শ্রমিকদের প্রতিনিধি দল দাবি-দাওয়া নিয়ে দেখা করতে চেয়েছিল কর্তৃপক্ষের সাথে। গেটেই তাদের আটকে দেয় নিরাপত্তা রক্ষীরা, যা নিয়ে ছড়ায় উত্তেজনা। শনিবার ডিপিএল কারখানার ঘটনা।
প্রায় এক বছর আগে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড (বিপিএল) কারখানার ৩৩২ জন কর্মীকে সংস্থার অন্যান্য জায়গায় বদলি করা হয়েছে। বদলি হওয়া শ্রমিকদের মধ্যে ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে সাম্প্রতিক কালে। এতে আতঙ্ক ছড়িয়েছে বদলি হওয়া অন্যান্য শ্রমিকদের মধ্যেও। সুবিচার পেতে তারা তৈরি করেছে “দুর্গাপুর প্রজেক্ট ডেপ্লয়েড ওয়েলফেয়ার অ্যাসোসিশন” নামে একটি সংগঠন। সেই সংগঠনের একটি প্রতিনিধি দল বদলি হওয়া শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে শনিবার কারখানা চত্বরে আসেন। সংস্থার এক নম্বর গেট দিয়ে ঢুকতে গেলে তাদের বাধা দেয় সংস্থার নিরাপত্তারক্ষীরা। এতে সংগঠনের প্রতিনিধি দলের সাথে নিরাপত্তা রক্ষীদের বচসা বেঁধে যায়। বাধা পেয়ে কারখানা গেটে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে। কেন শ্রমিকদের ভিতরে ঢুকতে দেওয়া হলো না সেই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।