ফের বিতর্ক ঠিকা সংস্থাকে নিয়ে, নতুন রাস্তায় উঠে যাচ্ছে পিচ, ক্ষুব্ধ স্থানীয়রা
আমার কথা, লাউদোহা, ১৩ জানুয়ারি:
পি,ডব্লিউ,ডির পাকা রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। সংস্কারের পর পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্ত ঠিকাদার সংস্থার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মাধাইগঞ্জ-উখরা রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে সম্প্রতি। পি ডব্লিউ ডির অধীনস্থ এই রাস্তাটি সংস্কারের বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা। কাজ শুরুর আগে রাস্তার পাশে নির্মাণ সামগ্রী মজুত করে রাখা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিল সংস্থাটি। নির্মাণ সামগ্রী মজুত করে রাখার ফলে দু’দিনে দুর্ঘটনার শিকার হয়েছিলেন ১৩ জন বাইক আরোহী। ২৬ শে ডিসেম্বর দুর্ঘটনায় শিকার হওয়া শেখ মুজিবুল নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবার ওই সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সরব হলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির ব্লক (দুর্গাপুর-ফরিদপুর) সভাপতিও। শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক শনিবার অভিযোগ করেন ঝাঁঝরা এমআইসি মোড় থেকে নবঘনপুর মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ খুবই নিম্নমানের হয়েছে। দু’দিন আগে রাস্তার ওই অংশটি সংস্কার করা হয়। কিন্তু এখন থেকেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। পদ্ধতি মেনে কাজ না করার ফলে এমনটা হচ্ছে বলে দাবি করেন শতদ্বীপ বাবু। তিনি জানান বিষয়টি আমরা প্রথমে এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানিয়েছি। গতকাল শুক্রবার পি ডব্লিউ ডির ইঞ্জিনিয়ার কাজ সরজমিনে দেখতে এলে তাকেও আমরা একই অভিযোগ জানিয়েছি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। নিয়ম মেনে কাজ না হলে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আনা হবে বলে জানান শতদ্বীপ বাবু।
অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়ার জন্য অভিযুক্ত ঠিকাদার সংস্থার রাজু মন্ডল নামে একজনকে ফোন করা হলে তিনি অন্য একজনের ফোন নম্বর দিয়ে যোগাযোগ করার পরামর্শ দেন। সেই নম্বরে ফোন করা হলে সেটি নট রিচেবেল পাওয়া যায়। তাই ওই সংস্থার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এদিকে নিম্নমানের কাজ করা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ।