“মাঘের শীতে বাঘে ডাকে”- দুর্গাপুরে দিনের বেলাতেও চলছে আগুন পোহানো
আমার কথা, দুর্গাপুর, ১৬ জানুয়ারি:
কথায় আছে মাঘের শীতে বাঘে ডাকে। গত কয়েক বছর যে বাঘ মাঘ মাসে ঘুমিয়ে ছিল, এ বছর সেই বাঘ বেশ উদ্যম নিয়েই ডাকতে শুরু করেছে।
আজ ১ লা মাঘ, সময় সকাল ৯.৩০। তাপমাত্রা ১২ ডিগ্রি। হ্যাঁ গতকাল গেছে মকর সংক্রান্তি। গত দুদিনের তুলনায় ঠান্ডাটা একটু কমেছে। কিন্তু হাড় কাপিয়ে দেওয়ার মতো ঠান্ডা অবশ্যই আছে সেটা এই ছবি দেখলেই বোঝা যাচ্ছে। শীতের সময় সন্ধ্যে থেকে আগুন জ্বালিয়ে নিজের গা গরম করে নিতে অনেককেই দেখা যায়। কিন্তু সকাল ৯.৩০ আর এই সময় আগুনে হাত পা সেঁকে নেওয়ার এই প্রবনতা গত কয়েক বছরে শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষজন বোধহয় দেখেনি।
এদিকে ভোর থেকে আকাশের মুখ ভার। প্রকৃতি কুয়াশার চাদরে নিজেকে জড়িয়ে নিয়েছে। ফলে ভোরে তো এক হাত দুরত্বেও কিছু দেখায় উপায় ছিল না।
তবে শীতকাতুরেদের কাছে এই বছরের ঠান্ডাটা অপ্রিয় হলেও শীতপ্রেমিদের কিন্তু মন ভরিয়ে দিলো এই কয়েকদিনের ঠান্ডা, যার থেকে গত কয়েক বছর তারা বঞ্চিত ছিলেন। তাই জমিয়ে খাওয়া দাওয়া ঘোরা ফেরা সবটাই চলছে শীতপ্রেমিদের পুরো দমে।