ভাড়ার নাম করে লোপাট, উদ্ধার একটি গাড়ি
আমার কথা, উখরা, ১৬ জানুয়ারি:
লোপাট হয়ে যাওয়া একটা চার চাকা গাড়ি উদ্ধার করল পুলিশ। গাড়িটি উদ্ধার হয় পার্শ্ববর্তী জেলা বীরভূমের দুবরাজপুর থেকে। গাড়ি চুরির ঘটনায় যুক্ত অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
বেশ কিছুদিন ধরে খনি এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল চার চাকা গাড়ি লোপাটের চক্র। বিভিন্ন ছোট বড় কোম্পানি ও সংস্থাতে গাড়ির প্রয়োজন রয়েছে বলে বিভিন্ন জনের কাছ থেকে চার চাকার গাড়ি ভাড়াতে নিত ওই চক্রটি। দু’এক মাস চুক্তি মত ভাড়াও পেতেন গাড়ির মালিকেরা। তারপরেই বন্ধ হয়ে যেত ভাড়া দেওয়া। ভাড়া না পেয়ে গাড়ি ফেরত চাইলে মিলতো হুমকি। এভাবেই বেশ কয়েক মাসে প্রায় ৬৭ টি গাড়ি লোপাট হয়ে গেছে বলে অভিযোগ। গত ডিসেম্বর মাসের ১২ তারিখ পাণ্ডবেশ্বর থানাতে প্রথম গাড়ির লোপাটের অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। তদন্ত নেমে পুলিশ প্রতারণা চক্রের দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি বেশ কয়েকটি চার চাকার গাড়িও উদ্ধার করেছিল। ২০ ডিসেম্বর প্রতারণা ও গাড়ী লোপাটের আরও একটি অভিযোগ দায়ের হয় অন্ডাল থানাতে। অভিযোগটি করেন উখরা গ্রামের হনুমান ডাঙ্গার বাসিন্দা রঞ্জন কুমার বর্মা নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল সোমবার পার্শ্ববর্তী জেলা বীরভূমের দুবরাজপুর থেকে ওই ব্যক্তির লোপাট হয়ে যাওয়া চারচাকা গাড়িটি উদ্ধার করে উখড়া ফাঁড়ির পুলিশ। ঘটনায় জড়িত প্রতারকদের খোঁজে তল্লাশি চলছে বলে মঙ্গলবার উখড়া ফাঁড়ির এক আধিকারিক জানান।