জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় ভারতে সপ্তম স্থান বাঁকুড়ার ছাত্রের
আমার কথা, বাঁকুড়া(দেবনাথ মোদক), ১৬ জানুয়ারি:
বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা পার্থ করণ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জুওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পরীক্ষায় একেবারে সপ্তম স্থান অধিকার করে ফেলেছেন তিনি। তাঁর এই সাফল্যে খুশীর হাওয়া জঙ্গল মহল জুড়ে।
সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার স্কর্টিশ চার্চ কলেজ থেকে পদার্থ বিদ্যা বিভাগে অনার্স সহ পাশ করে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন তিনি। পরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য কোচিং নিতে দিল্লীতে যান। সেই সময় চার চারবার সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেও সফলতা আসেনি। তার মধ্যেও ভেঙ্গে পড়েনি উদ্যমী এই যুবক। বিষয় পরিবর্তন করে জুওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেন। সেখানে প্রথমবার সাক্ষাৎকার পর্ব পর্যন্ত পৌঁছেও সাফল্য আসেনি। কিন্তু এবার একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেন তিনি। ওই পরীক্ষাতেও সর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করে নিলেন তিনি।