আক্রান্ত বিজেপি নেতা, সাথে নিয়ে থানায় বিধায়ক
আমার কথা, পান্ডবেশ্বর, ১৭ জানুয়ারি:
ফের আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। মঙ্গলবার ঘটনাটি ঘটে জোয়ালভাঙ্গা গ্রামে। অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে আক্রান্তকে নিয়ে বুধবার থানায় হাজির হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।
কয়েকদিন আগে পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধে নিজের দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা রূপক পাঁজা। মঙ্গলবার ফের আক্রান্ত হলেন অন্য এক বিজেপি নেতা। আক্রান্তের নাম অর্জুন ঘোষ। তিনি পাণ্ডবেশ্বর মন্ডল-১ এর সহ সভাপতি। তিনি জানান মঙ্গলবার দুপুরে জোয়ালভাঙ্গা মোড়ে চুল দাড়ি কাটতে একটি সেলুনে গিয়েছিলেন। সেখানে গজু বাগদি ও রবি বাউরী নামে দুজন তাকে প্রথমে কটুক্তি করে। প্রতিবাদ করলে অভিযুক্ত দু’জন তার উপর চড়াও হয়। তারা মারধর করে। আঘাত লাগে মুখে। মঙ্গলবার সন্ধ্যা বেলায় অভিযুক্ত দুজনের নামে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করি বলে জানান অর্জুন বাবু। বুধবার আক্রান্তকে সাথে নিয়ে পাণ্ডবেশ্বর থানাতে পৌঁছান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল। পাণ্ডবেশ্বর থানার আধিকারিক এর সাথে দেখা করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তিনি। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় কি? জিজ্ঞেস করায় সরাসরি কোন রাজনৈতিক দলের নাম না করে তিনি বলেন অভিযুক্তরা কোন দলের সেটা বড় কথা নয়, মোদ্দা কথা হল তারা দুষ্কৃতি। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে অন্যথায় বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।