মদ্যপ চালকদের সচেতন করতে দুর্গাপুরে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ
আমার কথা, দুর্গাপুর, ১৮ জানুয়ারি:
মদ্যপ বাইক চালকদের সচেতনতা করতে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ শহর দুর্গাপুরে। গান্ধীমোড়ের কাছে মদ্যপ বাইক চালক ও যমরাজের প্রতীকী মডেল করে মানুষকে ট্রাফিক আইন মেনে চলার অভিনব বার্তা ট্রাফিক পুলিশের। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরর গান্ধীমোড়ে জাতীয় সড়কের ধারে এই অভিনব মডেল রাখা হল মানুষকে সচেতন করতে জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশের কর্তারা। ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট পড়ুন নিজেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে, স্বয়ং যমরাজ প্রতীকী মডেল হিসেবে হাজির ছিল শহরের রাস্তায় ও মোড়ে। স্কুল পড়ুয়াদেরও এই অনুষ্ঠানে সামিল করানো হয়, যাতে করে এই খুদেরাই বাবা মা কে বাধ্য করেন ট্রাফিক আইন মানতে।এবার সচেতনতার মধ্যে দিয়ে দুর্গাপুরে বেপরোয়া মদ্যপ বাইক চালকদের বাগে আনতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ড এর তরফ থেকে অভিনব উদ্যোগে সাধারণ মানুষ নিজে থেকে কতটা সচেতন হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডি.সি(ট্রাফিক) ভি.জি সতীশ পশুমার্থি, এসিপি (ট্রাফিক) তুহিন চৌধুরী, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব স্ফ আরো অনেকে।