ক্রমশ চড়ছে পারদ, কর্মাধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারী সুজিত মুখার্জির
আমার কথা, আসানসোল, ২২ জানুয়ারি:
ব্লক সভাপতি পদ থেকে কেন তাকে সরানো হল তার উপযুক্ত কারন তাকে দর্শানো হয়নি। তিনি যদি উপযুক্ত কারন জানতে না পারেন তাহলে বর্তমানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে রয়েছেন তা থেকেও পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারী দিলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রাক্তন সভাপতি সুজিত মুখোপাধ্যায়। যদিও আপাতত এই সিদ্ধান্ত থেকে তাকে বিরত থাকার পরামর্শ দেন রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়।
প্রসঙ্গত: দিন কয়েক আগে পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি ব্লকের সভাপতি পদের পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকেও। ২০০৮ সাল থেকে ওই ব্লকের সভাপতি পদের দায়িত্বে ছিলেন সুজিত মুখোপাধ্যায়। এবারের পঞ্চায়েত নির্বাচনের পর ফের ওই ব্লকের সভাপতিও হন সুজিতবাবু। কিন্তু দীর্ঘদিনের ব্লক সভাপতিকে আচমকাই সরিয়ে দেওয়াতে বিষয়টি সুজিতবাবু সহ তার অনুগামীরা মোটেও ভালো মতো মেনে নিতে পারছেন না। সুজিতবাবুর অভিযোগ তাকে কোনো রকম কারন না দেখিয়েই এই পদ থেকে অপসারন করা হয়েছে। তার বক্তব্য ২০২১ এ বিধানসভা নির্বাচনে পান্ডবেশ্বর নরেন চক্রবর্তীর জন্য খেটে তাকে জিতিয়েছি। আজ তার ফল এইভাবে পাচ্ছি। তবে এভাবে তো মেনে নেওয়া যায় না। তাই কারন জানতে আজ আমি জেলা নেতৃত্বের সাথে দেখা করতে এসেছি। সাথে তিনি এও বলেন
এদিকে, সুজিত মুখোপাধ্যায়ের সাথে সাক্ষাতের পর তাপস বন্দোপাধ্যায় বলেন, সুজিত দলের পুরোনো ছেলে। সাংগঠনিক ছেলে। অভিমান হয়েছে, আর হওয়স স্বাভাবিক। সুজিতের সংগঠন ভালো। ওর জায়গাতে বরাবর তৃণমুলকে সমৃদ্ধ করেছে ওর নেতৃত্বে। তাই দলে থেকে কাজ করতে বলেছি। বলেছি নামে তোমার পরিচয়, পদে তোমার পরিচয় নয় কারণ সুজিত মুখার্জি কে এক ডাকে সবাই চেনেন ঐ অঞ্চলে।
তবে এদিন সুজিতবাবু এও জানিয়ে দেন, আমি রাজ্য নেতৃত্বের সাথেও দেখা করে কথা বলবো। আমি মমতা ব্যানার্জিকে দেখে দল করি। তবে যতক্ষণ না আমি এই অপসারনের সদুত্তর না পাচ্ছি ততক্ষণ আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো।