বনদপ্তরের পদক্ষেপে লক্ষ লক্ষ টাকার প্যাঙ্গোলিনের চোরাই আঁশ উদ্ধার, গ্রেফতার ২
আমার কথা, আসানসোল, ২৩ জানুয়ারি:
গোপনসূত্রে খবর পেয়ে বনদফতরের পক্ষ থেকে অভিযান চালিয়ে গ্রেফতার উদ্ধার করলো ২কেজি ১৪০গ্রাম প্যাঙ্গোলিনের শরীরের আঁশ। আসানসোলের কুমারপুর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুই জন।কে তাদের কাছ থেকে উদ্ধার হয় এই ২কেজি ১৪০গ্রাম প্যাঙ্গোলিনের শরীরের আঁশ যার বাজার মূল্য প্রায় ৮থেকে ১০লক্ষ টাকা। এদিন আসানসোল টেরিটরিয়াল রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার কোরে। অভিযুক্তদের নাম রামকুমার গিরি(৩৪), ও অনিল কুমার চৌধুরী(২৪) অভিযুক্তরা আসানসোলের বাসিন্দা। মঙ্গলবার দুজনকে আসানসোল আদালতে তোলা হয়।
আসানসোল রেঞ্জের আধিকারিক সঞ্জয় পতি জানান, “গোপন সুত্রে আমাদের কাছে খবর আসে। প্যাঙ্গোলিনের আঁশ পাচার হবে। কোথায় কখন হবে তা আমরা জানতে পারি আগাম। সেই মতো আমি আমার টিম নিয়ে স্পটে হানা দিয়ে হাতে নাতে পাচারকারীদের ধরে ফেলি। আর এই অভিযানটা পুরোটাই মোবাইল ট্র্যাকারের মাধ্যমে হয়।ধৃতদের আমরা দক্ষিণ থানার হাতে তুলে দিয়েছি”।