দুর্গাপুর মহকুমা শাসকের নির্মিয়মান কার্যালয়ের উদ্বোধন
আমার কথা, দুর্গাপুর, ২৪ জানুয়ারী:
আজ বুধবার বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে পশ্চিম বর্ধমানের একগুচ্ছ প্রকল্পও ছিল। রাস্তার নামকরণ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের এসএসবি সরণি উদ্বোধন , আমরাই এর আটচালা উদ্বোধন ইত্যাদি। তবে এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন দুর্গাপুরের নবনির্মিত মহকুমা শাসকের কার্যালয়। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে একটি ঝা চকচকে চারতলা ভবন গত কয়েক বছর ধরেই নির্মীয়মান ছিল। সেই কার্যালয়েরই এদিন ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়টি রয়েছে আদালত ভবনেই। এখানে আরও কয়েকটি সরকারী দপ্তর রয়েছে। সাধারন মানুষের ভিড় বাড়ছে প্রতিদিন, ফলে স্থান সংকুলানের ক্ষেত্রে সমস্যা বাড়ছিল। এই চারতলা নতুন ভবনটি যথেষ্ট প্রসস্থ হওয়ায় সে সমস্যা যে অচিরেই মিটবে, তা বলাই বাহুল্য। ভবনটিতে রয়েছে লিফট, ফলে বয়স্ক মানুষদের ক্ষেত্রেও ভবনের বিভিন্ন তলে ওঠা নামায় সুবিধা হবে, এর পাশাপাশি প্রতিটি তলে রয়েছে আধুনিক শৌচালয় ও জলের ব্যবস্থা। প্রশাসনিক আধিকারিকদের জন্য রয়েছে আলাদা আলাদা চেম্বার, রয়েছে ভিডিও কনফারেন্স হল, বড় এলইডি, প্রতি আসনে মাইক্রোফোন লাগানো ঝাঁ চকচকে বোর্ড রুম ইত্যাদি। মোটের ওপর একেবারে কর্পোরেট লুক এই নবনির্মিত মহকুমা প্রশাসকের কার্যালয়। এখন শহরের মানুষের প্রতীক্ষা, কবে এই কার্যালয়ে আনুষ্ঠানিক কাজ কর্ম শুরু হয়।