পতাকা উত্তোলনকে কেন্দ্র করে আসানসোলে ঝামেলা, ঘটনাস্থলে পুলিশ
আমার কথা, আসানসোল, ২৬ জানুয়ারী:
প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন ও কম্বল বিতরণের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা। দু পক্ষের মধ্যে বচসা। গ্রামের কিছু মানুষ ২৬ জানুয়ারি উপলক্ষে পতাকা উত্তোলন ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসানসোলের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতাকে আমন্ত্রণ জানায়। এই কম্বল বিতরণের ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে এলে গ্রামবাসীরা বাধা দেয়। গ্রামবাসীদের অভিযোগ বাইরের কিছু মানুষ এই এলাকায় এসে এলাকায় কম্বল বিতরণ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠান পালন করছে। এর পিছনে কি কারণ থাকতে পারে? কোন উদ্দেশ্যে এই অনুষ্ঠান হচ্ছে এ নিয়েই শুরু হয় দুপক্ষের বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। ছড়িয়ে পড়ে উত্তেজনা। এটি আসানসোলের ফতেপুর এলাকার ঘটনা।
৫৭ নাম্বার ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ প্ৰাক্তন পুরপিতা রোহিত নুনিয়া অন্য ওয়ার্ড থেকে এখানে এসে এলাকায় উত্তেজনা ছড়াতে চেয়েছিলো। অপর দিকে প্রাক্তন পুরপিতা রোহিত নুনিয়া বলেন এখানে পতাকা উত্তোলন ও কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে তাকে ডাকা হয়েছিল তাই তিনি এসেছিলেন। শেষ পর্যন্ত ঘটনাস্থলে দক্ষিণ থানার পুলিশ এলে পুলিশের সাথে আলোচনা করে পতাকা উত্তোলন হয়। এই বিষয়ে তৃণমুল জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন দু পক্ষের মনোমালিন্য রয়েছে তা সমাধান করা হবে বলে জানান।