দুর্গাপুরে বিদ্যুতের হাইটেনশন লাইনে তার সংযোগ নিয়ে ঝামেলা, কাজে বাধা
আমার কথা, দুর্গাপুর, ২৭ জানুয়ারি:
দুর্গাপুরের পলাশডিহায় বিদ্যুতের হাইটেনশন লাইনে তার সংযোগকে ঘিরে উত্তেজনা। বিদ্যুৎ পর্ষদের কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ শনিবার সকালে ডাবলু বি এস ই সি এল (WBSEDCL) বিদ্যুৎ পর্ষদের কর্মীরা ওই এলাকায় ১১ হাজার ভোল্টেজের হাই টেনশনের পোলে বিদ্যুতের তার সংযোগের কাজ করছিলেন। তখন স্থানীয়দের সন্দেহ হয় যে তারা পুরনো বিদ্যুতের তার সংযোগ করছেন হাইটেনশন লাইনে। তারপরে স্থানীয়রা বিদ্যুৎ কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন এবং কাজ বন্ধ করে দেন। স্থানীয়দের দাবি জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে হাই টেনশন তার সংযোগ করছেন বিদ্যুৎ কর্মীরা। সেখানে পুরনো তার ব্যবহার করলে যে কোন সময় তা ছিঁড়ে পড়তে পারে। ঘটে যেতে পারে বড়সড়
দুর্ঘটনা। সেই আশঙ্কাবশত কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। যদিও বিদ্যুৎ কর্মীদের দাবি সব নতুন তার দিয়েই কাজ করা হচ্ছে।