দুর্গাপুরে কথা ও কাহিনীর পিঠে পুলি উৎসব
আমার কথা, দুর্গাপুর, ২৭ জানুয়ারি:
সসংবাদদাতা: প্রণয় রায়
দুর্গাপুরের আবৃত্তি ও বাচিক শিল্প প্রতিষ্ঠান কথা ও কাহিনীর পিঠে পুলি উৎসব চার বছরে পদার্পন করল এ বছর।
বিধাননগরের ক্লাব স্যান্টস ময়দানে গত ২৫ জানুয়ারি থেকে চার দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব এর উদ্বোধন করেন প্রখ্যাত বাচিকশিল্পী কাজল সুর। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মূখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়।
কাজল সুর দুর্গাপুরের শিশু ও বিভিন্ন বয়সী আবৃত্তিকারদের নিয়ে একটি কর্মশালাও করেন। প্রথম দিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র কবিতার যুগলবন্দীতে অংশ নেন। দ্বিতীয় দিন ছিল স্থানীয় স্বামী ও স্ত্রী শিল্পী জুটির আবৃত্তি ও গানের যুগলবন্দী অনুষ্ঠান। এদিন দুর্গাপুরের মুক্ত সংশোধনগারের হাবিব মন্ডল, বাপি বেরা সহ কয়েকজন যাবজ্জীবন সাজা প্রাপ্ত বন্দীর বাল্মিকী প্রতিভা থেকে নৃত্য পরিবেশন করেন। মুক্ত সংশোধনাগারের বন্দীরা এই নৃত্য শেখেন প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন প্রখ্যাত নৃত্যশিল্পী অলকানন্দা রায়ের কাছে। এরা বর্তমানে কথা ও কাহিনীর কর্ণধার হৃদয় সাঁই ও জয়িতা সাঁই এর কাছে নিয়মিত আবৃত্তি ও নাচ শেখেন।
অনুষ্ঠানের তৃতীয় দিন অধিক চর্চা সংস্কৃতির মানোন্নয়ন ঘটায় এ নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে ডাঃ শর্মিষ্ঠা দাস, সূর্য মাইতি,অনিরুদ্ধ রায়চৌধুরী, প্রসূন চট্টোপাধ্যায়, বরুণ রায়,তপেশ ব্যানার্জি
সহ অন্যান্য বক্তারা অংশ নেন।
উদ্যোক্তা হৃদয় সাঁই জানান বিভিন্ন দিনের অনুষ্ঠানে দুঃস্থ ছাত্রছাত্রীদের স্কুলের বইপত্র, স্কুল ব্যাগ প্রদান, পিছিয়ে পড়া দরিদ্র সমাজবন্ধুদের শীত বস্ত্র প্রদানও আশি বছর বয়সের বেশী বরিষ্ঠ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে পিঠে পুলি উৎসবও বেশ জমে ওঠে।