দুর্গাপুরে গাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার, গ্রেফতার ২
আমার কথা, দুর্গাপুর, ২৮ জানুয়ারি:
দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল মাদক দ্রব্য। সাথে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত দুই ব্যাক্তিকে। দুজনেই আসানসোলের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, কোকওভেন থানার কাছে গোপন সুত্রে খবর আসে দুই ব্যাক্তি আজ রবিবার দুর্গাপুরে ব্রাউন সুগার সরবরাহ করতে আসবে। সুত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে এদিন বিকেল ৫.৩০ নাগাদ দুর্গাপুরের ডিভিসি মোড়ে একটি লাল রঙের গাড়িকে(WB80AB0490) দাঁড় করায়। এরপর গাড়ির দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি পাওয়ার কারনে দুজনকে তল্লাশী চালালে তাদের কাছ থেকে ব্রাউন সুগার পায়। ৪৫ গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এরপরেই ধৃতদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল মহম্মদ সাকিল(৪০) ও কৃষ্ণেন্দু দাস(৪২)। ধৃতরা আসানসোলের দক্ষিণ থানা ও হিরাপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে এই মাদক দ্রব্য অভিযুক্তরা দুর্গাপুরেই বিক্রি করতে আসছিল। পুলিশী হেফাজতের আবেদনে আগামীকাল অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।