তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর, জখম ২
আমার কথা, দুর্গাপুর, ২৯ জানুয়ারি:
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত দুর্গাপুর। ঘটনাস্থল দুর্গাপুর থানার অন্তর্গত মহুয়া বাগান এলাকা। দু পক্ষের সংঘর্ষের জেরে জখম দুইজন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে চারজন, এর মধ্যে একজন শাসক দলের এক নম্বর ব্লকের দুই নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, নাম সন্দীপ দন্ডপাত। ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ রবিবার রাতে, দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকায়, দু পক্ষের মধ্যে সামান্য বচসা থেকে শুরু হয় গন্ডগোল, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, পুলিশই গুরুতর জখম দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জখম ব্যাক্তিদের মধ্যে একজন নিজেকে তৃণমূল কর্মী দাবি করে অভিযোগ করেন, জমি বিক্রি থেকে শুরু করে, বিভিন্ন অবৈধ টাকার লেনদেন চলছে, আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই বিপত্তি বাঁধে,লাঠি সোটা নিয়ে ব্যাপক মারধর করা হয় প্রতিবাদীদের। গ্রেপ্তার হওয়া দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি সন্দীপ দন্ডপাতের পাল্টা অভিযোগ,স্কুলের সামনে ওরা পার্টি অফিস করছিল। সেটা আপত্তি করতে গিয়েই এই সমস্যা, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে সন্দীপ দন্ডপাত নামে এই তৃণমূল নেতা। এটা দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। পাল্টা প্রতিক্রিয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষের। যদিও বিজেপি এই ইস্যুতে সুর চড়িয়েছে। তৃণমূল বনাম তৃণমূল, আর রাজ্য জুড়ে বাড়তে থাকা এই সংক্রমণ ব্যাধির যার নতুন সংযোজন এই গোষ্ঠীদ্বন্দ্ব, যে ঘটনার জেরে বিড়ম্বনায় শাসক শিবির।