ফের দুর্গাপুরে ৩জন অবৈধ বালি কারবারী গ্রেফতার
আমার কথা, দুর্গাপুর, ৩১ জানুয়ারি:
দুর্গাপুরে রমরমিয়ে চলছে অবৈধ বালি কারবারি। দামোদর ও অজয় নদীর গর্ভ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে তা শহরের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। মঙ্গলবার রাতে আরতী সংলগ্ন এলাকা থেকে দুর্গাপুর থানার পুলিশ দুটি ট্রাক্টর সহ তিন জনকে গ্রেফতার করে আজ বুধবার দুর্গাপুর আদালতে পেশ করে। দুর্গাপুর আদালতের বিচারক ৩ জন অভিযুক্ত রফিকুল আলম, বাবুলাল অঙ্কুর ও লক্ষ্মী রাম মাঝিকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
দুর্গাপুর থানার পুলিশ ৩ জন অভিযুক্তকে হেফাজতে নিয়ে এই বালি পাচারের সাথে আরও কে কে যুক্ত রয়েছে তার কিনারা চায়।
প্রশাসনের কড়া নির্দেশের পরও কিভাবে অবৈধভাবে পাচার হচ্ছে? কোন প্রভাবশালী নেতার মদতে কি চলছে এই অবৈধ কারবারি তা নিয়ে উঠছে প্রশ্ন।
তবে সূত্রের খবর, এক প্রভাবশালী নেতাকে মদতেই এই অবৈধ বালি কারবার চলছে৷
এই ধরপাকড়ের পর কি পুলিশ প্রশাসন অবৈধ বালি পাচারে রাশ টানতে পারবে? উত্তর দেবে সময়ই!