দুর্গাপুর ওমেন’স কলেজে টিচার্সদের আটকে গেটে তালা বন্ধ করে বিক্ষোভ ছাত্রীদের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০জুনঃ
কলেজের ফি কমানোর দাবিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রীদের প্রতিবাদের মাত্রার পারদ আরো চড়ল। গতকাল অর্থাৎ সোমবার কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন দুর্গাপুর ওমেনস’ কলেজের পড়ুয়ারা। আজ সেই সেই প্রতিবাদে আরো এক ধাপ বাড়িয়ে একেবারে কলেজে ঢোকার মূল ফটকে তালা মেরে দিলেন ছাত্রীরা। ফলে কলেজের ভেতরে আটকে পড়েন অধ্যাপিকা থেকে শুরু করে কলেজের কর্মীরা।
ওই কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক পারমিতা ভট্টাচার্য্য জানান যে, দুদিন ধরে ফি কমানোর দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু তা সত্বেও কলেজের অধ্যক্ষা আমাদের কথায় কর্ণপাত করছেন না। আমাদের কোনো সুবিধা অসুবিধা ওনারা দেখছেন না তাই বাধ্য হয়ে আজ আমরা কলেজের গেটে তালা মেরে দিয়েছি।
ওই কলেজেরই অপর এক ছাত্রী দেবস্মিতা দাসের অভিযোগ, যেখানে মাইকেল মধুসূদন কলেজে ৬৭০টাকা ফি সেখানে আমাদের এই কলেজে ছ’মাসের জন্য ২৩৭০টাকা ফি দিতে হবে, তাও আবার মাত্র তিন থেকে চার দিনের মধ্যে। এমনিতেই লকডাউনের মধ্যে আমাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা সেখানে এত টাকা কোথা থেকে দেবো। তাছাড়া কলেজে ডেভলপমেন্ট ফি চাইছে সেখানে কলেজের কোনো উন্নতি নেই। এছাড়াও যেখানে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে সেখানে আমাদের থেকে পরীক্ষার ফি দেওয়ার জন্য বলা হচ্ছে।
যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।