বন্ধ খনি থেকে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু ২ জনের, জখম ২
আমার কথা, রানীগঞ্জ, ৫ ফেব্রুয়ারী:
নারায়ণকুড়ি খোলা মুখ খনির দুর্ঘটনার পর এবার ছ’মাস ধরে বন্ধ থাকা কুনুস্তরিয়া এরিয়ার বাঁশরা কোলিয়ারীর খোলা মুখ খনিতে ঘটলো অবৈধ কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা। বিনোদ ভূঁইয়া, ও রাজেশ তুরি নামে দুজনের মৃত্যু হয়েছে। সেখানেই জখম হয়েছেন রাম প্রবেশ বর্ণয়াল, ও কারু ভূঁইয়া। এই ঘটনাকে ঘিরর রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে।
প্রসঙ্গত: দীর্ঘ ৬ মাস ধরে কয়লা উত্তোলনের পর পরিত্যক্ত অবস্থায় থাকা কয়লা খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে ঘটল এই দুর্ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে এই এলাকা যা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিধানসভা এলাকা, সেই এলাকাতেই এবার অগ্নিমিত্রা এদিন এসে পৌঁছে, ওই মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন। পরে তিনি এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানান। সেখানেই সিপিএম কর্মী সমর্থকেরা এজেন্ট অফিসের সামনেই ধর্ণায় বসে যায়। তারাও আহত ও নিহতদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান।সেখানেই কিছু দূরেই এজেন্ট কার্যালয়ের গেটের সামনে সেই একই ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিকে এই ঘটনায় সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা বারংবার ওই অংশটিকে ভরাট করার জন্য খনি কর্তৃপক্ষর কাছে বিক্ষোভ আন্দোলন করেছেন, তারপরও কোন ব্যবস্থা গ্রহণ না হওয়ার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে যার দায়িত্ব নিতে হবে খনি কর্তৃপক্ষকে, বলেই দাবি করে তারা তাদের আন্দোলন চালিয়ে যান।
অপরদিকে তৃণমূল নেতৃত্ব একই ভাবেই অন্যপ্রান্তে তাদের বিক্ষোভ আন্দোলন চালিয়ে যান।