সাইবার ক্রাইমে প্রতারিতদের খোয়া যাওয়া টাকা ফেরত দিলো পুলিশ
আমার কথা, পান্ডবেশ্বর, ৫ ফেব্রুয়ারী:
অনলাইন মাধ্যমে প্রতারিতদের টাকা উদ্ধার করে ফেরত দিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সোমবার দুপুরে থানাতে ডেকে পাঁচ জনের হাতে ফেরত দেওয়া হয় মোট ৭৪ হাজার টাকা। গত পাঁচ ছ’ মাসের মধ্যে এলাকার বেশ কয়েকজন সাইবার প্রতারণার শিকার হন। খোয়া যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা। বিষয়টি নিয়ে যারা থানায় অভিযোগ দায়ের করেছিলেন এরকমই পাঁচজনের টাকা উদ্ধার করে এদিন তাদের হাতে ফেরত দেয় পুলিশ।
টাকা ফেরত পাওয়ার পর কেন্দ্রার এক বাসিন্দা জানান রান্নার গ্যাস বুকিং করার জন্য অনলাইনে টাকা পাঠানোর বার্তা আসে মোবাইলে। সেইমতো অনলাইন পেমেন্ট করার পর বুঝতে পারি প্রতারিত হয়েছি। বিষয়টি পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ জানাই। সব টাকাটাই ফেরত পেয়েছি।
অপর আরেক প্রতারিত চন্দন চক্রবর্তী বলেন আমার অনলাইন সেন্টার আছে। এক ব্যক্তি সেই সেন্টারে এসে তার এক আত্মীয়র অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা পাঠানোর কথা বলে। নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর ওই ব্যক্তি দাবি করেন এটি তার আত্মীয়র অ্যাকাউন্ট নয়। টাকা ফেরতের জন্য পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছিলাম। পুরো টাকাটি আজ ফেরত পেলাম বলে জানান চন্দনবাবু। পাণ্ডবেশ্বর থানার আধিকারিক রাহুল মন্ডল বলেন সাইবার প্রতারণা থেকে বাঁচার জন্য পুলিশের পক্ষ থেকে এলাকায় নিয়মিত সচেতনতা প্রচার করা হয়। অনলাইনে টাকা দেওয়া, নেওয়ার সময় সকলকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।