ধসের আতঙ্ক কাটিয়ে ঘরে ফিরলো ১২টি পরিবার
আমার কথা, অন্ডাল, ৬ ফেব্রুয়ারী:
ধসের আতঙ্ক কাটিয়ে ঘরে ফিরল ১২-টি পরিবার। কাজোরা পঞ্চায়েতের সর্ষেডাঙ্গা কুষ্ঠ কলোনির ঘটনা। ইসিএল এর সার্ভেয়ার টিম এলাকা পরিদর্শনের পরে ভয় কাটিয়ে ঘরে ফেরে পরিবার গুলি।
কাজোরা গ্রাম পঞ্চায়েতের সরষেডাঙ্গা কুষ্ঠ কলোনি এলাকায় গতকাল সোমবার পারুল ফুলমণি নামে এক মহিলার বাড়ির ভেতর মেঝেতে হঠাৎই গর্ত তৈরি হয়। বসে যায় মেঝের কিছুটা অংশ। সে সময় বাড়ির ভেতর ছিল পারুল দেবীর মেয়ে। আতঙ্কে তিনি চিৎকার করলে পাড়া প্রতিবেশীরা জড়ো হন। ঘটনাটি ধসের ফলে ঘটেছে বলে ধারণা হয় তাদের। খবর পেয়ে বিকেল বেলাতেই এলাকায় পৌঁছান অন্ডাল থানার পুলিশ, বিডিও দেবজিত দত্ত, তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি মলয় চক্রবর্তী ছাড়াও ইসিএল এর আধিকারিকেরা ল। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি পারুল ফুলমণি সহ এলাকার ১২-টি পরিবারকে স্থানান্তরিত করা হয় এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরিবারগুলির সদস্যদের সেখানে থাকার ব্যবস্থা করা হয় রাতে। এলাকাটিতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। আজ মঙ্গলবার সকালে গর্ত হওয়ার কারণ জানতে ঘটনাস্থলে আসে ইসিএল এর কাজোরা এরিয়ার খাসকাজোরা কোলিয়ারির একটি সার্ভেয়ার টিম। নিরীক্ষণ করার পর সার্ভেয়ার টিমের এক সদস্য জানান এটা ধসের ঘটনা নয়, আতঙ্কেরও কোন কারণ নেই। একথা জানার পরেই পারুল ফুলমনি সহ স্কুলে আশ্রয় নেওয়া পরিবার গুলি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। পরিবারগুলি একে একে বাড়ি ফিরে আসে বলে জানান মলয়বাবু। বিপদের আশঙ্কা না থাকলেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে ই সি এল এর এক আধিকারিক জানান।