দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব
আমার কথা, দুর্গাপুর, ৬ ফেব্রুয়ারী:
দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত এ্যাকাডেমি ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংষ্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ও দুর্গাপুর পৌরনিগমের সহযোগীতায় এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ ই ফেব্রুয়ারী সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে থাকছে কলকাতা, দুর্গাপুর ও রাজ্যের খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের উপস্থাপনা। দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জী এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। উপস্থিত ছিলেন জেলা তথ্য আধিকারিক আজিজুর রহমান ও মহকুমা তথ্য আধিকারিক সায়ন্বিতা মাইতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত তবলাবাদক, এই শহরের বাসিন্দা সৌমিত্রজিৎ চ্যাটার্জী।