কয়লা চুরিতে বাধা, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের উপর ইটবৃষ্টি, গ্রেফতার ৭
আমার কথা, আসানসোল, ৭ ফেব্রুয়ারী:
খনি থেকে কয়লা চুরিতে বাধা দেওয়ার ঘটনায় ইসিএলের নিরাপত্তারক্ষী ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনায় পুলিশের ও ইসিএলের নিরাপত্তারক্ষীদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর সূত্রে জানা যায়। ঘটনাকে কেন্দ্র কোরে এলাকায় উত্তেজনা। ঘটনাটি আসানসোলের বারাবোনি থানার কাপিষ্টার বেগুনিয়া কয়লাখনি। জানা গিয়েছে বুধবার ভোরে একদল কয়লা চোর কয়লাখনিতে কয়লা চুরি করতে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএলের নিরাপত্তারক্ষীরা পৌঁছায় কয়লা চুরি আটকাতে। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে চোরেরা ইট পাটকেল ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাবনী থানার পুলিশ পৌঁছোলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে কয়লা চোরেরা। এই ঘটনায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কয়েকজন আহত হয়েছে বলে খবর। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বারাবনী থানার বিশাল পুলিশবাহিনী ও ইসিএলের নিরাপত্তারক্ষীরা। সালানপুর এরিয়ার সিকিউরিটি ইনচার্জ দিলীপ প্রসাদ জানান গ্রেফতার হয় ৭জন সাথে উদ্ধার হয় ৬ ছয় টন অবৈধ কয়লা।