আসানসোল থেকে রামভক্তদের নিয়ে অযোধ্যায় গেল বিশেষ ট্রেন
আমার কথা, আসানসোল, ৮ ফেব্রুয়ারী:
অযোধ্যা রামলালার মন্দির দর্শন করার জন্য ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে আস্থা বিশেষ ট্রেন চালু করা হল। আসানসোল স্টেশন চার নম্বর প্লাটফর্ম থেকে বুধবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ট্রেনটি যাত্রা শুরু করে অযোধ্যা উদ্দেশ্যে। আসানসোল শহর থেকে রামভক্তরা অযোধ্যা রামমন্দির দর্শণে যেন যেতে পারে তারই জন্য ভারতীয় রেলের থেকে আস্থা বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। ট্রেনটির শুভযাত্রা সূচনা করেন সাংসদ(পুরুলিয়া) জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, বিজেপি বিধায়ক(দুর্গাপুর পশ্চিম) লক্ষণ ঘোড়ুই সহ আরো অনেকে।