আবারও কয়লা চুরিতে বাধা দিতে গিয়ে জখম মহিলা নিরাপত্তারক্ষী সহ ২
আমার কথা, অন্ডাল, ৮ ফেব্রুয়ারী:
কয়লা চুরিতে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন দুজন নিরাপত্তারক্ষী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইসিএলের সেন্ট্রাল কাজোরা কোলিয়ারিতে। সন্ধ্যা পর্যন্ত থানাতে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
বুধবার আসানসোলের বারাবনি থানার ইসিএল এর বেগুনিয়া কোলিয়ারিতে কয়লা চুরিতে বাধা দিতে গিয়ে ঘটেছিল ধুমধুমার কান্ড। দুষ্কৃতীরা বাধা পেয়ে ইট,পাথর ছুঁড়ে হামলা করে সিআইএসএফ বাহিনীর উপর। ঘটনায় জখম হন দু’জন সিআইএসএফ জাওয়ান। এই ঘটনার রেস কাটতে না কাটতে বৃহস্পতিবার ঘটলো আবার সেই একই ঘটনা। অন্ডালের সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারিতে কয়লা চুরিতে বাধা পেয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন দু’জন নিরাপত্তারক্ষী। স্থানীয় সূত্রে খবর এদিন কোলিয়ারিতে ডিও-র কয়লা লোডিং হচ্ছিল। লোডিংয়ের কাজ করছিল একদল স্থানীয়। লরিতে কয়লা লোডিং হয়ে যাওয়ার পর লোডিং এর কাজে যুক্ত দলের কয়েকজন ঝুড়িতে করে কয়লা নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি লক্ষ্য করে তাদের বাধা দেন কোলিয়ারির নিরাপত্তারক্ষীরা। এই সময় যারা কয়লা নিয়ে যাচ্ছিল তাদের সাথে নিরাপত্তারক্ষীদের বচসা বেধে যায়। পরে আরও কয়েকজন ঘটনাস্থলে এসে নিরাপত্তারক্ষীদের মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত হন নিরাপত্তারক্ষী মঙ্গল সাউ ও মেনকা দেবী। তারা জানান কয়লা লোডিং এর কাজে যুক্ত অজয় বাউরী, নাকু বাউরি, বাবাই বাউরি এদের নেতৃত্বেই তাদের উপর হামলা করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত বিষয়টি নিয়ে কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ সূত্রে খবর।