দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকডেমি অফ কালচারের নতুন ফলক
আমার কথা, দুর্গাপুর, ৮ফেব্রুয়ারী:
সংবাদদাতা : প্রণয় রায়
রবীন্দ্র ভাবনায় জারিত হয়ে বিশ্বভারতীকে মননে রেখে দুর্গাপুর চিলড্রেনস আকাদেমী অফ কালচার এর রবীন্দ্র গবেষণা কেন্দ্র টেগোর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার সঙ্গীত, সাহিত্য, চারুকলা ইত্যাদির সমন্বয়ে স্কুল ও কলেজে শিক্ষকতাকে পেশা হিসেবে নির্মানে এক নতুন মাইল ফলক রোপন করলো। উদ্বোধন হলো টেগোর সেন্টার অফ ফাইন আর্টস মিউজিক এন্ড লিটারেচর এর।
চিলড্রেন্স অ্যাকাডেমির শাখা টেগোর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার এর সম্পাদিকা শুভময়ী চ্যাটার্জি বললেন নব রূপ বিন্যাসে একটি সঙ্গীত মহাবিদ্যালয় এর উদ্বোধন হল।শান্তিনিকেতনের বিশ্বভারতীর সঙ্গীত বিভাগের প্রাক্তন অধ্যক্ষ গুরু টি শঙ্করনারায়ণ সহ অন্যান্য অতিথিরা মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই সঙ্গীত মহাবিদ্যালয় এর উদ্বোধন করলেন। চিলড্রেনস আকাদেমি অফ কালচার এর প্রাণপুরুষ শ্রী জীবন রায় বললেন ১৯৮৪ সাল থেকে শিশুদের সুকুমার বৃত্তির বিকাশে যে চিলড্রেনস আকাদেমির পথ চলা শুরু হয়েছিল আজ তা বিভিন্ন ক্ষেত্রে মহীরুহ হয়ে নানান কর্মকান্ডে বিকশিত।
তিনি বলেন একটি সঙ্গীত মহাবিদ্য়ালয় এর সূচনা হল। শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, লোকসঙ্গীত ও শাস্ত্রীয় নৃত্য এই চারটি শাখায় এই সঙ্গীত মহাবিদ্যালয় এগিয়ে যাবে।
এই।বছরে আড়াই শো ছাত্রছাত্রীকে সঙ্গীত শিক্ষক তৈরী করাই এই মহাবিদ্যালয়ের উদ্দেশ্য।
উপস্থিত ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় , বিমল মিত্র ,সৌমিত্রজিৎ চ্যাটার্জি, তপন দে, সঙ্গীত শিল্পী মালা দেব বর্মন, কাকলী মুখার্জী, উখরা ফাঁড়ির আধিকারিক মইনুল হক, সমাজসেবী সুদেব রায় সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্ঝর ডে বোর্ডিং স্কুলের ছাত্রছাত্রীরা সহ
দুর্গাপুরের বিভিন্ন শিল্পীরা অংশ নেন। রুচিসম্মত এ অনুষ্ঠানে সুচারু সঞ্চালনা করেন কাকলি দাসগুপ্ত।