সরকারী অনুষ্ঠানে যোগ দিতে অন্ডাল হয়ে বীরভূম গেলেন মুখ্যমন্ত্রী
আমার কথা, অন্ডাল, ১৭ ফেব্রুয়ারী:
বীরভূমে সরকারী সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে শনিবার রাতে অন্ডাল এয়ারপোর্টে নেমে সড়ক পথে বীরভূম গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত্রি আটটা আট মিনিটে কলকাতা থেকে বিশেষ বিমানে করে অন্ডাল এয়ারপোর্টে নামেন মমতা ব্যানার্জি। সেখান থেকে সড়ক পথে তিনি পাড়ি দেন বীরভূমের উদ্দেশ্যে। এয়ারপোর্টে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক, পুলিশ কমিশনার, বিধায়ক তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, মন্ত্রী মলয় ঘটক সহ অন্যরা। সূত্রের খবর এদিন শান্তিনিকেতনের আমার কুঠির রাঙ্গা বিতান সরকারি রিসর্টে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে আজ রাতেই বীরভূম জেলার তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতাদের সাথে বৈঠক করতে পারেন তিনি। আগামীকাল রবিবার বীরভূমের সিউড়িতে চাঁদমারি মাঠে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি বলে সূত্রের খবর।