গরু চুরির অভিযোগ, ম্যাটাডোরে আগুন লাগালো গ্রামবাসীরা
আমার কথা, আসানসোল, ১৯ ফেব্রুয়ারীঃ
গরু চুরিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আসানসোলের মহিশীলা গ্রামে। উত্তেজনার জের এতটাই তীব্র ছিল যে, গ্রামবাসীরা গারিতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। দুজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার দুটি ম্যাটাডোরে করে গরু নিয়ে যাচ্ছিল দুই ব্যাক্তি। বিষয়টি চোখে পড়তে পথ আটকায় মহিশীলা গ্রামের বাসিন্দারা। তাঁরা ওই দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে সাথে বৈধ কাগজ দেখতে চায়। কিন্তু ওই দুই ব্যাক্তি কোনো বৈধ কাগজ দেখাতে পারে না। সাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দুই ব্যাক্তি ম্যাটাডোরে করে চারটি গরু ও একটি বাছুর চুরি করে নিয়ে যাচ্ছিল এই অভিযোগ তুলে ম্যাটাডোর থেকে গরুগুলিকে নামিয়ে বাসিন্দারা একটি ম্যাটাডোরে আগুন লাগিয়ে দেয়। অপর ম্যাটাডোরটি রেলগেটের কাছে ধরা পরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্ত দুই ব্যাক্তিকে আটক করা হয় সাথে ম্যাটাডোর দুটিকে বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। এর মধ্যে ম্যাটাডোরের চালক পালিয়ে যায় এলাকা ছেড়ে। গ্রামবাসোদের অভিযোগ, মহিশীলা গ্রাম থেকে বেশ কিছু দিন ধরে গরু চুরি হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। এভাবেই গ্রামের গরু পাচার হয়ে যাচ্ছে অথচ প্রশাসন সব জেনেও নির্বিকার।