আইনজীবী নিগ্রহে নির্লিপ্ত পুলিশকে আসানসোল আদালতে ঢুকতে বাধা
আমার কথা, আসানসোল, ২০ ফেব্রুয়ারীঃ
পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আইনজীবীদের একাংশ আদালত চত্বরে বিক্ষোভ দেখান মঙ্গলবার। তাদের অভিযোগ, আইনজীবীকে মারধরের ঘটনার পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত্য অভিযুক্তরা অধরাই রয়ে গিয়েছে। তারই প্রতিবাদে এদিন আসানসোল আদালতের গেট আটকে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় আইনজীবীদের পক্ষ থেকে।
আসানসোল জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বানী কুমার মন্ডল জানান, দিন কুড়ি আগে দক্ষিণ থানার অন্তর্গত ৪৮নং ওয়ার্ডে অভিষেক চৌবে নামে এক আইনজীবীকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কুড়ি পঁচিশ দুষ্কৃতির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আইনজীবীদের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরে অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করে যে পরে আদালত থেকে জামিনে মুক্তি পায়। কিন্তু বাকি আর কারোর বিরুদ্ধেই পুলিশ পদক্ষেপ নেয়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এদিন আদালত চত্বরে বিক্ষোভে সামিল হন আইনজীবীদের একাংশ। ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য ব্যাহত আদালতের কাজ কর্ম। এদিন থানা থেকে যে সকল আসামীদের বিচারের জন্য আদালতে আনা হয়, তাদেরও আদালতের বাইরে পুলিশের প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয়।