পুলিশ কমিশনারের দপ্তর থেকে ঢিল ছোঁড়া দুরত্বে হোটেলে যুবকের গুলিবিদ্ধ দেহ
আমার কথা, আসানসোল, ২০ ফেব্রুয়ারীঃ
দিনে দুপুরে আসানসোলে পুলিশ কমিশনারের দপ্তর থেকে ঢিল ছোঁড়া দুরত্বে একটি হোটেলে গুলি করে এক যুবককে খুন করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। মৃত ওই যুবকের নাম রোহন প্রসাদ(২১)। কে বা কারা এই হত্যাকান্ড ঘটালো তা এখনও জানা যায়নি। এই ঘটনার প্রতিবাদে ১৯নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিম নেতা দানিশ আজিজ।
দানিশ আজিজের অভিযোগ, রাজ রাজেশ্বরী নামে এই বেসরকারী হোটেলটি ১৯ নং জাতীয় সড়কের খুব কাছে। এদিকে পুলিশ কমিশনারের দপ্তর থেকে মাত্র ২০০ মিটারের মধ্যে রয়েছে এই হোটেলটি। অথচ এতবড় ঘটনা ঘটে গেল না পুলিশ আর না আশেপাশের এলাকার কেউ বিষয়টি টের পেল। তার আরো অভিযোগ, এই হোটেলে বিহার ঝাড়খন্ডের বহু মাফিয়াদের আশ্রয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই হোটেলে নানা অবৈধ কাজকর্ম চলে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, রোহন হোটেলের ৩০৬নং রুমে ছিল। অনেকক্ষণ ধরে দরজা না খোলায় হোটেল থেকে পুলিশকে ফোন করে খবর দেওয়া হলে দক্ষিণ থানার পুলিশ ওই হোটেলে গিয়ে রুমের দরজা ভেঙ্গে রোহনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে জানান। সাথে পুলিশ সুত্রে আও জানা যাচ্ছে এই ঘটনার পেছনে সম্ভবতঃ কোনো মহিলা ঘটিত বিষয় রয়েছে।
ঘটনার পরেই হোটেলএর ৩০৬ নং রুমটি সিল করে দেওয়া হয়। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ সাথে হোটেলটি আপাতত বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে ঘটনার প্রতিবাদে ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মিম নেতা দানীশ আজিজ।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৩ এর ১৭ ফেব্রুয়ারী এই দক্ষিণ থানার অন্তর্গত ভগৎ সিং মোড়ে একটি হোটেলে ঢুকে ওই হোটেলের মালিক অরবিন্দ ভগতকে গুলি করে খুন করে আততায়ীরা। সেই ঘটনার কিনারা আজও হয়নি। উল্লেখ্য ওই হোটেলেটি ছিল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি থেকে কিছুটা দুরেই। সুত্র মারফত জানা গিয়েছিল, দুষ্কৃতিরা ঝাড়খন্ড থেকে এসেছিল।