ভুল বুঝিয়ে কাঁকসায় নিষ্ক্রিয় আধার কার্ড নিয়ে নেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
আমার কথা, কাঁকসা, ২০ ফেব্রুয়ারীঃ
রাজ্যের বিভিন্ন জেলায় আধার কার্ড বাতিলের জেরে আতঙ্কে পড়েছেন সাধারণ মানুষ। কাঁকসা ব্লকের ১১মাইল শ্যামবাজার কলোনি ও রাধামোহন পুর এলাকায় ১১জনের আধার কার্ড বাতিলের খবর আসায় আতঙ্কে পড়েন ওই এলাকার বাসিন্দারা। আধার কার্ড বাতিল হওয়ার কারণে ব্যাংক থেকে টাকা তুলতে সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ। আর এই আতঙ্কের মাঝে সেই সমস্ত বাড়িতে গিয়ে তাদের আধার কার্ড গুলি নিয়ে নেওয়ার অভিযোগ উঠলো বিজেপির গলসি ৫নম্বর মন্ডল সভাপতির বিরুদ্ধে। বিজেপি নেতা রাজীব রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে জানিয়েছেন তিনি সাংসদ এস এস আলুয়ালিয়াকে এই বিষয়ে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলতেই তিনি নাকি সমস্ত আধার কার্ড পুরণায় সক্রিয় করিয়েছেন। এই বিষয় রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতের দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এ বিষয়ে বলেন, মানুষের মধ্যে ভীতি তৈরী করার জন্য এই সমস্ত কাজ করছেন বিরোধীরা। এভাবে আধার কার্ড নিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। এগুলো ভোটের রাজনীতি করছে বিজেপি। পাশাপাশি তিনি সাধারন মানুষের উদ্দেশ্যে জানান কারোর সাথে যদি আধার কার্ড সংক্রান্ত এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তিনি যেন সেই আধার কার্ড কারোর হাতে তুলে না দেন। সাথে সাথে বিডিওর কাছে যান আর তাঁকে বিষয়টি জানান।