মর্মান্তিক দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট হয়ে স্কুটি আরোহীর মৃত্যু
আমার কথা, কাঁকসা, ২১ ফেব্রুয়ারী:
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুটি আরোহীর। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৬টা নাগাদ কাঁকসার এল এন্ড টি মোড়ের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে এক স্কুটি আরোহী জাতীয় সড়ক ধরে পানাগড়ের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি স্কুটি আরোহীকে ধাক্কা মারলে রাস্তার উপরে ছিটকে পড়েন স্কুটি আরোহী।
ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
ও দুর্ঘটনাগ্রস্থ স্কুটিটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
মৃতের নাম পরিচয় জানা যায় নি। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপকতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।