দুর্গাপুর ইস্পাত নগরীতে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন
আমার কথা, দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারী:
সংবাদদাতা প্রণয় রায়
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বাংলাদেশের ঢাকার রাজপথ তাদের বুকের রক্তে লাল করে শহীদ হয়েছিলেন রফিক, জব্বার,সালাম,বরকত সফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির এটি।
বাংলাদেশের গৌরবময় অমর একুশে ফেব্রুয়ারি ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে।সমগ্র বিশ্বের অনেক দেশে এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়।
ইস্পাতনগরী দুর্গাপুরের বি জোন এডিসন রোডের ভাষা শহীদ স্মারক স্মৃতি ময়দানে এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এদিন সকালে ভাষা শহীদ স্মারক বেদীত পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে মাতৃভাষা দিবস অনুষ্ঠানের সূচনা হয়।
মোদের গরব মোদের আশা আমরি বাংলাভাষা কিম্বা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান ছাড়াও আরও অনেক দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন সঙ্গীত দলের শিল্পীরা এই দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
অনেক কবি স্বরচিত কবিতা ও পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাকলি দাসগুপ্ত।