রাজবাঁধ স্টেশনে ঢোকার মুখে দুরন্ত এক্সপ্রেসে আগুন
আমার কথা, রাজবাঁধ, ২৩ ফেব্রুয়ারী:
চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো কাঁকসার রাজবাঁধ স্টেশন সংলগ্ন এলাকায়।
ট্রেনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে কলকাতা থেকে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেস পানাগড় স্টেশন অতিক্রম করার পর সকাল সাড়ে দশটা নাগাদ রাজবাঁধ স্টেশন ঢোকার মুখে রেলের কর্মীরা ট্রেনের মাঝ বরাবর একটি বগির চাকা থেকে ধোঁয়া বের হতে দেখেন। তৎক্ষণাৎ ট্রেনটিকে দাঁড় করান৷ রেল কর্মীরা। রাজবাঁধ স্টেশনে ঢোকার মুখে ট্রেনটি দাঁড়িয়ে পড়ার পর রেল কর্মীরা ছুটে গিয়ে মেরামত করার পর প্রায় ১১টা ১০ মিনিট নাগাদ ট্রেনটি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়।
রেল সূত্রে জানা গিয়েছে ওই ট্রেনের মাঝ বরাবর একটি বগির চাকার সাথে ব্রেক সু ঘর্ষণের ফলে আগুন লেগে গিয়েছিল। যার কারনে দ্রুতগতির ওই ট্রেনটি থেকে আগুন বের হতে থাকে। তবে দ্রুত মেরামত করে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।