স্বামীর বন্ধুর সাথে একই ঘরে ঝুলছে স্ত্রীর মৃতদেহ, দুর্গাপুরে যুগলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
আমার কথা, দুর্গাপুর, ২৩ফেব্রুয়ারী;
প্রেমিকার ওড়ানায় ঝুলছে প্রেমিকের দেহ। পাশেই ঝুলছে প্রেমিকারও দেহ। দুজনকেই ফাঁস মুক্ত করে উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের নিউটন রোডে। প্রেমিক যুগলের নাম সুপ্রভা ভুঁই(৩২) ও রাজকুমার মন্ডল(৩৬)। সুপ্রভা গৃহকর্তী ও রাজকুমার দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাজকুমার ও সুপ্রভার স্বামী দুজন বন্ধু ছিলেন অনেকদিনের। সেই সুত্রে সুপ্রভার বাড়িতে নিত্যদিনের যাতায়াত ছিল রাজকুমারের। যাতায়াতের মধ্যেই সুপ্রভার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে কুলডিহার বাসিন্দা রাজকুমারের। সুপ্রভার স্বামী জানতে না পারলেও রাজকুমারের স্ত্রীর কাছে বিষয়টি গোপন রাখতে পারেননি রাজকুমার। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও লেগে থাকতো। সেই অসান্তি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে যায় যে মাস কয়েক আগে রাজকুমারের স্ত্রী আত্মঘাতী হন। এরপর সুপ্রভা ও রাজকুমারের সম্পর্ক আরো গাঢ়ো হয়।
শুক্রবার সকালে সুপ্রভার স্বামী নিজের কাজে ও ছেলে স্কুলে চলে গেলে সুপ্রভার বাড়িতে আসেন রাজকুমার। কিছুক্ষণ পরেই সুপ্রভার স্বামী তাঁর হোয়াটস অ্যাপ স্ট্যাটাসে লক্ষ্য করেন সুপ্রভার একটি মেসেজ যেখানে লেখা “চলে যাচ্ছি”। তড়িঘড়ি বাড়ি ফিরে সুপ্রভার স্বামী জানলা দিয়ে দেখেন সুপ্রভা ও রাজকুমারের দেহ ঝুলছে। খবর দেওয়া হয় পুলিশকে। বি-জোন ফাঁড়ির পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। আপাতঃ দৃষ্টিতে এটিকে আত্মহত্যা মনে হলেও মৃত্যুর অন্য আর কোনো কারন আছে কিনা তা জানতে পুলিশ তফন্ত শুরু করেছে।