এবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে ৩ জন চিকিৎসক সহ ৫ জন করোনায় আক্রান্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২জুলাইঃ
এবার শিল্পাঞ্চল দুর্গাপুরে করোনায় আক্রান্ত হলেন তিনজন চিকিৎসক সহ দুজন অপারেশন থিয়েটারের টেকনিশিয়ান। এই পাঁচজনের মধ্যে দুজনকে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি করা হলে বাকি তিনজন অ্যাসিমমোটম্যাটিক থাকায় আপাততঃ তাঁরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জানা গেছে, এই পাঁচজনই বিধাননগরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। এদের মধ্যে আধিকাংশ জনই বিধাননগরের সালানপুরিয়া আবাসনে বসবাস করেন।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিষ হালদার জানান যে, বিধাননগরের বেসরকারী হাসপাতালের তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত।
মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, বিধাননগরের ওই বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের তিনজন চিকিৎসক ও দুজন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত। তবে তিনজন চিকিৎসক যেহেতু অ্যাসিমটোমেটিক তাই আপাতত তাঁরা হোম কোয়ারেন্টাইনেই থাকবেন বলে অনুরোধ করেছেন। তবে বাকি দুজন টেকনিশিয়ানের মধ্যে করোনার লক্ষন দেখা গেছে তাই তাঁরা মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি হয়েছে।