“সন্দেশখালির বদলে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে কেন”- ঝাঁটা হাতে প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা
আমার কথা, দুর্গাপুর, ২৪ ফেব্রুয়ারীঃ
রাত পেরোলেই দুর্গাপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর তার আগের দিন এই শহরে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের হয় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। পাশাপাশি এদিন তাঁরা মুখ্যমন্ত্রীর কুশপুতুলও দাহ করেন। মিছিলে পা মেলান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। এদিনের মিছিলের অগ্রভাগে মহিলা নেতৃত্বের হাতে ঝাটা দেখা যায়। পাশাপাশি এদিনের মিছিল থেকে মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে কটাক্ষ করেন বিধায়ক।
এদিনের মিছিল থেজে বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, সন্দেশখালিতে বাংলার মায়েরা জ্বলছে। সেখানে সেখ শাহজাহান মায়েদের ধর্ষণ করেছে। আজ তার অত্যাচারিত হয়ে মুখ খুলেছে। অথচ এই বাংলারই মহিলা মুখ্যমন্ত্রী তিনি সন্দেশখালি না গিয়ে দুর্গাপুরে আসছেন। এই মুখ্যমন্ত্রীকে বাংলার মায়েরা চায় না। তাই প্রতিবাদে দুর্গাপুরে মায়েরা ঝাঁটা চটি নিয়ে বেরিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রীকে বিদেয় করতে চায়।
বিধায়কের এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের জেলার সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন, লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে বাংলার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলার মহিলাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। তাই দুর্গাপুরে গুটি কয়েক মহিলা যে কাজটি আজ করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তার জবাব আগামীদিনে বাংলার মহিলারাই দেবেন।
আগামীকাল দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি জ্বলছে। সেখানে না গিয়ে কেন দুর্গাপুরে তিনি আসছেন তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, সন্দেশখালি না গিয়ে তিনি দুর্গাপুরে ঘুরতে আসছেন, ভোট করতে আসছেন, বালি, কয়লার টাকা নিতে আসছেন, লুট করতে আসছেন। তাই এই শহরের মহিলারা ঝাঁটা চটি হাতে পথে নেমেছেন।
লক্ষণবাবুর এই মন্তব্যের প্রেক্ষিতে বলেন, মোদিবাবু অ্যাটার্চি হাতে হেলিকপ্টার থেকে নামতে দেখেছে মানুষজন। তারই দলের বিধায়ক তো তাই সবাইকে তিনি এরকমই ভাবেন। পুরোটাই কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। পরিচালনা করছে কেন্দ্র। এই রাজ্যে সিবিআই, ইডি তো ঘাঁটি গেড়ে বসেছে আর কত টাকা খরচ করছে। আসলে এগুলো সবই মমতা বন্দোপাধ্যায়কে রাজ্য থেকে সরানোর প্রক্রিয়া।
এদিন মিছিলটি বেনাচিতি বাজারের পাঁচমাথা মোড় থেকে বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে । এই মিছিল পাঁচমাথা মোড় থেকে শুরু হয়ে ভিরিঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়।