ভাইকে নিয়ে বাজারে গিয়ে দুর্ঘটনায় প্রান হারালো মাধ্যমিক পরীক্ষার্থী
আমার কথা, আসানসোল, ২৮ ফেব্রুয়ারী:
আসানসোলে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনা। বেপরোয়া ভাবে আসা একটি যাত্রীবাহী বাস একটি স্কুটিতেৃ ধাক্কা মারলে মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। আহত হয়েছে আরো একজন।
বুধবার বিকাল সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের নুরুদ্দিন রোড মোড় সংলগ্ন শনি মন্দিরের সামনে।
আসানসোল দক্ষিণ থানার এন এস রোডের কমলিয়া পুকুর এলাকার বাসিন্দা ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম পীযুষ পন্ডিত (১৮)। আহত কিশোরের নাম বিবেক প্রজাপতি (১৬)। তার বাড়ি বিহারের গয়াতে। তাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বিবেক পীযূষের সম্পর্কে মামাতুতো ভাই। দূর্ঘটনার খবর পেয়ে বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে ছুটে আসেন। পরে জেলা হাসপাতালে আসেন আসানসোল দক্ষিণ থানা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মন্ডল সহ অন্য অফিসাররা।
এদিকে এদিন সন্ধ্যা ছটা নাগাদ মৃত কিশোরের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা শনি মন্দিরের সামনে জিটি রোড অবরোধ করেন। তাদের দাবি, বাসটিকে ধরতে হবে ও পুলিশকে ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে। মিনিট দশেকের মধ্যে পুলিশ তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়।
আসানসোলের বাসিন্দা সুজিত পন্ডিত বলেন, ছেলে পীযুষ পন্ডিত এই বছর আসানসোলের বুধার ডিএভি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ। পরীক্ষা শেষ হওয়ার পরে বিহারের গয়াতে পিসির বাড়ি বেড়াতে গেছিল। মঙ্গলবার রাতে সে তার পিসির ছেলে বিবেক প্রজাপতিকে নিয়ে আসানসোলে আসে। বুধবার বিকেল চারটে নাগাদ পরিচিত একজনের স্কুটি নিয়ে পীযুষ তার ভাই বিবেককে সঙ্গে নিয়ে আসানসোল বাজার যাবার জন্য বাড়ি থেকে বেরোয়। বাজার যাওয়ার সময় জিটি রোডে নুরুদ্দিন রোড মোড় সংলগ্ন শনি মন্দিরের সামনে আসানসোলের সিটি বাসস্ট্যান্ডের দিক থেকে আসা কোন একটি বাস তাদেরকে স্কুটিতে ধাক্কা মারে। সেই ধাক্কায় দুজন স্কুটি থেকে ছিটকে পড়ে আহত হয়। সুযোগ বুঝে বাস নিয়ে চালক পালিয়ে যায়। এরপর এলাকার বাসিন্দাদের সাহায্যে দুজনকে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে পীযুষ পন্ডিতকে মৃত বলে ঘোষণা করেন। বিবেক প্রজাপতিকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পন্ডিত পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানায়, জিটি রোডের ঐ এলাকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বাসটিতে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার যাতে ক্ষতি পূরণ পায় তার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে কিশোরের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।