আসানসোল-ঝাঁঝা প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৬ জনের
আমার কথা, জামতাড়া, ২৮ ফেব্রুয়ারী:
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর ঝাড়খণ্ডের জামতাড়ায়। ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবর সামনে আসছে। যদিও ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত্য এখনও পর্যন্ত ছ্যজনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালাঝারিয়া রেলওয়ে স্টেশনের কাছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। আর সেই খবর ঘিরে যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কার্যত লাইনের মধ্যে চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন যাত্রীরা। এমনটাই খবর। ট্রেনটি থামতেই যাত্রীরা যে যেভাবে পেরেছে ঝাঁপ দিতে শুরু করে লাইনের উপরে। সেই সময় উলটোদিক থেকে আসছিল ঝাঁঝা আসানসোল প্যাসেঞ্জার। আর সেই ট্রেনটির ধাক্কায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবর সামনে আসছে। বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত বারোজনের মৃত্যু হয়েছে।
তবে, পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “বিদ্যাসাগর কাসিটার থেকে যাওয়া ট্রেন নম্বর ১২২৫৪ থেকে কমপক্ষে ২ কিমি দূরে ট্র্যাকে হেঁটে যাওয়া দুই ব্যক্তি ট্রেনের ধাক্কার সম্মুখীন হয়েছেন। আগুন লাগার কোনো ঘটনা নেই।