ফিল্মি কায়দায় দিনে দুপুরে বেনাচিতিতে লক্ষাধিক টাকার কেপমারী
আমার কথা, দুর্গাপুর, ২ মার্চঃ এযেন রূপোলী পর্দার ছবি নেমে এসেছে বাস্তবের মাটিতে। দিনে দুপুরে একেবারে ফিল্মি কায়দায় এক ব্যাক্তির সাথে কেপমারীর ঘটনা ঘটলো শনিবার। ঘটনাস্থল দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি এলাকা। ট্র্যাংক রোডের বাসিন্দা জ্যোতিষ দাস দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী। তিনি জানান, এদিন দুপুর ১২টা ৩০ নাগাদ জ্যোতিষবাবু ব্যাংক থেকে এক লক্ষ আশি হাজার টাকা তুলে একটি কাপড়ের থলিতে ভরে ব্যাংকের বাইরে আসেন। তারপর সেই থলিটি তিনি সাইকেলের হ্যান্ডেলে ঝোলান। সেই সময় এক ব্যাক্তি তাঁকে বলেন যে জ্যোতিষবাবুর টাকা পড়ে আছে রাস্তায়। জ্যোতিষবাবু টাকাগুলোর দিকে তাকিয়ে দ্রকজেন রাস্তার উপর দশ কুড়ি টাকার নোট ছড়িয়ে পড়ে আছে। বলেন এই টাকা আমার নয়। পাশেই আর একজন বাইক আরোহী ছিলেন, তাঁকে জ্যোতিষবাবু বলেন টাকা গুলো হয়ত তাঁর। তখন ওই বাইক আরোহীও বলেন এই টাকা তাঁর নয়। তখন ওই ব্যাক্তি বলেন তাহলে আপনি টাকাগুলো তুলে ব্যাংকে জকরে দিন। জ্যোতিষবাবু বারন করে দিয়ে বলেন আমি পারবো না, আপনি জমা করে দিন। কথোপকথন শেষে তিনি যখন আবার সাইকেলের দিকে ফিরে টাকার থলিতে হাত দেন তখন দেখেন থলিতা হালকা লাগছে। সন্দেহ হওয়াতে থলি খুলে দেখেন ওই এক লক্ষ আশি হাজার টাকা গায়েব। চুয়ান্ন ফুট এলাকায় বাড়ি বানাচ্ছেন জ্যোতিষ বাবু। সেই কারনে তিনি এই টাকা তুলেছিলেন ব্যাংক থেকে। মাথায় আকাশ ভেঙে পড়ে জ্যোতিষবাবুর। সাথে সাথে তিনি পুলিসকে জানান বিষয়টি। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পুরো বিষয়টি শোনে। তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখা হবে।